বাংলাদেশের প্রেক্ষাগৃহে জয়া অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৬ সালের এপ্রিল মাসে। ছবিটির নাম ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’। এরপর কলাকাতায় তার অভিনীত ছবি মুক্তি পেলেও বাংলাদেশে কোনো ছবি মুক্তি পায়নি।
দীর্ঘ এক বছর পর সে খরা কাটল। আজ দেশি সিনেমা হলে মুক্তি পেল তার অভিনীত ছবি ‘খাঁচা’।
তবে মহাসমারোহে নয়, মাত্র পাঁচটি হলে মুক্তি পেয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন আকরাম খান। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি ১৯৪৭ সালে দেশভাগের ওপর ভিত্তি করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ‘খাঁচা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিটির সহ প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম।
দেশভাগের পর পূর্ববঙ্গের হিন্দু পরিবারগুলোর ভারতে পাড়ি জমানোর গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনী। এতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘অবশ্যই দারুণ কিছু। আমার ধারণা আমরা ভালো শুটিং করেছি। এতে বিভিন্ন ধাপে আমার দু’তিনটা বয়সের চরিত্রে অভিনয় করতে হয়েছে। একদম ত্রিশ বছর থেকে শুরু করে সত্তর বছর বয়সী নারীর রূপে দেখা যাবে আমাকে।’
তিনি আরও বলেন, ‘এর আগে ৪৭ এর দেশভাগ নিয়ে তো আমাদের দেশে তেমন কোনো ছবি হয়েছে বলে আমার মনে পড়ে না। এমন গল্পের কারণেই মনে হচ্ছে ছবিটি অনেকের আগ্রহের কারণ হবে।’ এতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, কায়েস চৌধুরী। এর দুটি গানে খালি গলায় কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগরিকা জাহান।