গোলাম আজম খান, কক্সবাজার (দক্ষিণ)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না। প্রথম দিন থেকেই বিএনপির নেতাকর্মীরা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে আছে বিএনপি। শত বাধার পরও বিএনপির ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বরং রোহিঙ্গা সমস্যা সমাধান আওয়ামী লীগ আন্তরিক নয়। বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হলেও আওয়ামী লীগ তা নাকচ করে দিয়েছেন। এতে প্রমাণিত হয় রোহিঙ্গা সমস্যা সমাধানে আওয়ামী লীগ আন্তরিক নয়।
তিনি মঙ্গলবার বিকালে কক্সবাজারে পৌঁছে সাংবাদিকদের একথা জানান। এসময় তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের মূল লক্ষ্য হবে রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া। কিন্তু আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া মিয়ানমারের গণহত্যাকে এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে গণহত্যা বলেও আখ্যায়িত করা হয়নি বলে দাবি করেন মির্জা ফখরুল।