বড়লেখায় মোবাইল খুঁজতে গিয়ে প্রাণ হারালেন দুই ভাই

মৌলভীবাজারের বড়লেখায় হারানো মোবাইল ফোন খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে দুই ভাই নিহত হয়েছে।

বড় ভাইয়ের মোবাইলফোন সেপটিক ট্যাংকের মধ্যে পড়ে গেলে তা খুঁজতে প্রথমে ছোট ভাই ও পরে বড় ভাই ট্যাংকের মধ্যে ডুবে মারা যায়।

বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ১০নং কাশেমনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নাবিল মিয়া (২২) ও বাদল মিয়া (১৭)। তাদের পিতার নাম বাচ্চু মিয়া।

দুর্ঘটনার পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

খবর পেয়ে স্থানীয় ইউএনও মোহাম্মদ সোহেল মাহমুদ, থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমানসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর জানান, পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতদের বাবা-মা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।