নয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে ১২৫ জনের মৃত্যু

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে ১২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে ৫০ জনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে সাতজন ফিরে আসেন। দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তিনজনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার দেখিয়েছে। গণপিটুনির শিকার হয়ে মারা গেছে ৪০ জন।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক পরিসংখ্যানে মানবাধিকার লঙ্ঘনের এ চিত্র তুলে ধরা হয়।

আসকের প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় মাসে র‌্যাবের সাথে ক্রসফায়ারে ২০ জন, পুলিশের সাথে ক্রসফায়ারে ৬৪ জন, গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ক্রসফায়ারে ১২ জন, র‌্যাব ও পুলিশের ক্রসফায়ারে একজন, পুলিশের নির্যাতনে ছয়জন, র‌্যাবের নির্যাতনে একজন, পুলিশের গুলিতে ১৩ জন, র‌্যাবের গুলিতে একজন, র‌্যাব ও পুলিশের গুলিতে একজন মারা গেছেন।

বান্দরবানের লামায় সেনাবাহিনীর গুলিতে একজন, র‌্যাব হেফাজতে হার্ট অ্যাটাকে একজন, পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে দুইজন, পুলিশ হেফাজতে আত্মহত্যা করেছেন একজন, পুলিশ হেফাজতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে একজনের।
সেনাবাহিনীর সদস্যদের হাতে আটক হওয়ার পর একজন অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রতিবেদনে বলা হয়, গত নয় মাসে কারা হেফাজতে মারা গেছেন ৩৮ জন। রাজনৈতিক সংঘাতে নিহত হয়েছেন ৪৪ জন এবং আহত হয়েছেন তিন হাজার ৫০৬ জন।

দেশে বিভিন্ন স্থানে ৩৫ বার ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

ধর্ষণের শিকার হয়েছেন ৫৮৮ নারী।

ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৩ নারীকে।

ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ১১ জন নারী।

এছাড়া ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে ৭৭ নারীর ওপর।

এসিড সন্ত্রাসের শিকার হয়েছে ২৭ নারী।

এক হাজার ২১৭ জন শিশু নির্যাতন ও হত্যার শিকার হয়েছে।

৮৩ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন।

এছাড়া সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়রের গুলিতে নিহত হন।

সীমান্তে বিএসএফের গুলিতে ১০ জন ও শারীরিক নির্যাতনে ছয়জন নিহত হয়েছেন।

অপহরণের শিকার হয়েছেন ৩৭ জন। ফেরত এসেছেন ১৩ জন।

রহস্যজনক মৃত্যু হয়েছে ১৩ জনের।

যৌতুকের জন্য নির্যাতনের মাধ্যমে ১০৭ নারীকে হত্যা।

পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ৩৪৬ নারী। এরমধ্যে ২৪২ নারীকে হত্যা করা হয়েছে।

পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৩৯ নারী।

এছাড়া শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন আরো ৬৫ নারী।

যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ২২১ নারী। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৮৭ জন।

যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে ১০৭ জনকে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন সাতজন। এছাড়া স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়েছেন ২০ জন। সালিশ ও ফতোয়ার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন আটজন নারী।

বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ গৃহকর্মী। এর মধ্যে শারীরিক নির্যাতনের পর চারজন মারা গেছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে একজনকে। এছাড়া রহস্যজনক মৃত্যু হয়েছে ১৩ জনের।

দেশের বিভিন্নস্থানে শিশুদের হত্যা ও নির্যাতনের সংখ্যাও আশঙ্কাজনক বলেও আসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় মাসে এক হাজার ২১৭ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও হত্যার শিকার হয়েছে।
এর মধ্যে ২৫২ শিশুকে হত্যা করা হয়েছে। ৭৭ শিশু আত্মহত্যা করেছে। নিখোঁজের পর ২৬ জন শিশু এবং বিভিন্ন সময়ে ৬৭ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ২৪ শিশুর।

হিন্দু সম্প্রদায়ের ২৬টি বাসস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ১৬৬টি প্রতিমা ভাঙচুর, মন্দির ও পূজামণ্ডপে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় একজন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন।

এদিকে, চলতি বছরের আগস্টে সারাদেশে ১৪৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)।

এ হত্যাকাণ্ডের হার ব্যাপকভাবে বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএইচআরসি জানায়, আগস্টে যৌতুকের কারণে চারজন, পারিবারিক সহিংসতায় ১৮ জন, সামাজিক সহিংসতায় ৪৯, রাজনৈতিক কারণে চারজন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সাতজন, চিকিৎসকের অবহেলায় চার, অপহরণে সাতজন গুপ্ত হত্যাকাণ্ড চার, রহস্যজনক মৃত্যু ৪১, ধর্ষণের পর হত্যা পাঁচ, সড়ক দুর্ঘটনায় নিহত ২২২, আত্মহত্যায় ২১ জন।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।