ঢাকা: দলীয় লোকদের দিয়ে সরকার বিদেশি সংস্থার ত্রাণ বিতরণ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল মালেক প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার যাদের বন্ধু দাবি করে, যাদের সঙ্গে বাণিজ্য করে এই বিপদে তারা পাশে দাঁড়াচ্ছে না। ভারত না দাঁড়াক, চীন-রাশিয়া তো দাঁড়াতে পারে। বিপদে যদি বন্ধুকে কাছে না আনতে পারি, তাহলে তো আমি অযোগ্য।’
তিনি আরো বলেন, ‘সরকারের সাহায্য ছাড়াই প্রথমে স্থানীয় লোকদের সাহায্যে বেঁচে ছিল রোহিঙ্গারা। ততটুকু যোগ্যতা অর্জন করুন, অন্তত রোহিঙ্গাদের ভালোভাবে ফেরত পাঠাতে পারবেন। নয়তো যে বাগাড়ম্বর করছেন, তা বাদ দেন।’
আওয়ামী লীগের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘আপাতদৃষ্টিতে নিজেদেরকে বিজয়ী মনে হচ্ছে। কিন্তু এমন দিন আসতেছে আপনারাই পরাজিত হবেন। ইমাম হোসেনকে যারা মেরেছিল, তারা কিন্তু মুসলমানই ছিল। কিন্তু মুহাম্মদ (স.)-এর ওপর যারা অত্যাচার করেছে, তারা কিন্তু মুসলমান ছিল না। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, ১২৫ লোক বিনা বিচারে খুন হয় এই সরকারের আমলে। যারা খুন করে তারাও মুসলমান।’
Check Also
সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …