বেনাপোল :
বেনাপোল চেকপোস্টের সাদীপুর মোড় থেকে সাড়ে ১৮ লাখ টাকা মূল্যমানের ২২ হাজার ৫০০ ডলারসহ মাহমুদুল হাসান লিটন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবির সদস্যরা।
বুধবার (০৪ অক্টোবর) সকাল ৮টার দিকে মাহমুদুলকে আটক করা হয়। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বৈরাটি গ্রামে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে এক ব্যক্তি দেশে প্রবেশ করবে। এরপর মাহমুদুল ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ শষে করে যাত্রী র্টামনিাল পার হয়ে চেকপোস্টের সাদীপুর মোড়ে আসলে বিজিবির গোয়ন্দো সদস্য আব্দুল করিম সন্দহেভাজনভাবে তাকে ক্যাম্পে নিয়ে জুতার ভেতর কৌশলে লুকিযে রাখা অবস্থায় সাড়ে ২২ হাজার ডলার পায়। এ সময় মাহমুদুলকে আটক ও ডলার জব্দ করা হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে
বেনাপোল র্পোট থানায় সোর্পদ করা হবে।