রিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনায়ও বেশ খ্যাতি রয়েছে পোলীও পরিচালক রোমান পোলাস্কির। অস্কারও জয় করেছেন তিনি। তবে ব্যক্তি রোমানের চারিত্রিক বৈশিষ্ট নিয়ে প্রশ্ন বরাবরই উঠেছে। আগেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। এবার তার বিরুদ্ধে রেনাতে ল্যাঙ্গার নামের এক জার্মান মডেল-অভিনেত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৯৭২ সালে সুইজারল্যান্ডে যখন তাকে ধর্ষণ করা হয় তখন ল্যাঙ্গারের বয়স ছিল মাত্র ১৫ বছর। ডেইলি মেইল সূত্রে জানা গেছে, বর্তমানে ৮৪ বছর বয়সী রোমান পোলাস্কির বিরুদ্ধে এই ধরণের ৪টি অভিযোগ রয়েছে। তবে তার আইনজীবী কেবল নিউইয়র্কে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ছাড়া সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এদিকে, জার্মান অভিনেত্রীর অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে সুইস পুলিশ। অভিযোগে রেনাতে ল্যাঙ্গার জানিয়েছেন, ভবিষ্যতে চলচ্চিত্রের কাজের ব্যাপারে আলোচনা করতে একদিন পরিচালক পোলাস্কি তখনকার মডেল ল্যাঙ্গারকে তার মিউনিখের বাসায় ডাকেন। আর সেখানেই ১৫ বছরের মডেলকে ধর্ষণ করেন পোলাস্কি। এরপর পোলাস্কির ‘চে’ ছবিতে একটি ছোট ভূমিকায় কাজের সুুযোগ পান ল্যাঙ্গার। আর এই ছবি করার সময় তাকে আবারো ধর্ষিত হতে হয়।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …