বিতর্কিত হলেও সংবিধান অনুযায়ীই ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি: আইনমন্ত্রী
ঢাকা: সংবিধান অনুযায়ীই আব্দুল ওয়াহ্হাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিতর্কিত হলেও আব্দুল ওয়াহহাব মিঞাকে সংবিধান অনুযায়ীই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রধান বিচারপতি বাসায় আছেন। বাসাতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। বিএনপির উচিত এটা নিয়ে রাজনীতি না করে প্রধান বিচারপতির জন্য দোয়া করা।
প্রধান বিচারপতি কোথায় আছেন জানি না: অ্যাটর্নি জেনারেল
ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোথায় আছেন সেটা জানেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার দুপুরে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোথায় আছেন সেটা আমি জানি না। আর একজন বিচারপতির জন্য বিচার বিভাগ থেমে থাকে না।