ভৈরবে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কিশোরগঞ্জের ভৈরবে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহাগ (২৫) নামে এক  যুবক নিহত হয়েছেন। তিনি ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণ এলাকার বাসিন্দা।

বুধবার ভোরে ভৈরব মেঘনা পাড়ে কথিত এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পুলিশের ভাষ্য, নিহত যুবক ডাকাত দলের সদস্য।

‘বন্দুকযুদ্ধে’ পুলিশের দুই সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ভৈরব থানার ওসি মোখলেসুর রহমান জানান, ডাকাত সোহাগকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। এর পর রাতে তাকে নিয়ে মেঘনা পাড়ের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সোহাগের সহযোগীরা। এতে সোহাগসহ পুলিশ সদস্যরা আহত হন। সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও একটি গুলি উদ্ধারের কথা জানিয়েছেন পুলিশ।

ওসি জানান, নিহত সোহাগের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।