সত্যিকারের বৃদ্ধাশ্রমে থেকে ছবিটির কাজ করেছি’

চলচ্চিত্রসংশ্লিষ্ট যেসব সংগঠন আছে সেগুলো তাদের মতো করে কাজ করে যাবে। কাজ  করে যাবে সেসব সংগঠনের সদস্যরাও। আমার ক্ষেত্রেও তাই। আমি শিল্পী সমিতির বিপক্ষে গিয়ে কোনো ফোরামে অংশ নেইনি। বরং চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, টেকনিশয়ান, হলমালিকসহ অনেকে মিলে একটি ফোরাম করেছে সেটাতে সদস্য হয়েছি। এজন্য আমিতো শিল্পী সমিতি থেকে বের হয়ে আসিনি। সবাই যে কোনো সময় চলচ্চিত্রসংশ্লিষ্ট যে কোনো সমস্যার কথা যেন বলতে পারে সেজন্যই তো এই ফোরাম। এটা নিয়ে অনেকে উল্টা পাল্টা কথা বলছে যা ঠিক না। কথাগুলো একটানা বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ববি। গত সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে যাত্রা শুরু করা ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ নামে নতুন সংগঠনে সদস্য হিসেবে যোগ দেন ববি। নতুন এই ফোরাম নিয়ে তিনি আরো বলেন, ভালো কিছু করার জন্যই নতুন ফোরামটি হয়েছে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ সদস্য হতে পারবে। ইটস ওপেন ফর অল। এখন আমাদের চলচ্চিত্রের সংকট সময় চলছে। আর সব সংকট কাটিয়ে সকলকে সঙ্গে নিয়ে এক হয়ে এই শিল্পকে বাঁচাতে হবে। ববি জানান, সবশেষ তাকে দেখা যায় ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ওয়ানওয়ে’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন ও বাপ্পি। ববি এখন অভিনয় করছেন ‘বেপরোয়া’ ছবিতে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ওপার বাংলার পরিচালক রাজা চন্দর পরিচালনায় ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করছেন নায়ক রোশান। ছবিটি নিয়ে এ অভিনেত্রী বলেন, পারিবারিক রোমান্টিক এ ছবির কাহিনীটা বেশ সুন্দর। ঢাকার অংশ শেষ করে আগামী সপ্তাহে আমরা হায়দারাবাদে যাচ্ছি। সেখানে গানসহ বেশকিছু অংশের শুটিং হবে। এরপর ঢাকা ও থাইল্যান্ডে এর কাজ হবে। ছবিটি নিয়ে আমি আশাবাদী। এছাড়া ববি নিজের প্রযোজনায় শেষ করেছেন ‘বিজলী’ ছবির শুটিং। চলতি বছরই ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ববির বিপরীতে অভিনয় করেছেন ভারতের মডেল-অভিনেতা রণবীর। ছবিটি নিয়ে জানতে চাইলে ববি বলেন, এটি আরো আগেই ঈদে মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু ছবির ভিএফএক্সের কাজ ভালোভাবে শেষ হয়নি। তাই একটু দেরী হলেও দর্শকদের যতটুকু সম্ভব ভালো একটি ছবি উপহার দেয়ার চেষ্টা করছি। বর্তমানে ভারতের মুম্বইয়ে এ ছবির ভিএফএক্সের শেষভাগের কাজ চলছে। কিছুদিনের মধ্যে তা শেষ হবে। আর ঈদে ছবি মুক্তি দিলেই যে হিট হবে তা না। সময় বুঝে দর্শকদের চমক দিতে হবে। আর অল্প কিছুদিন পরই এ ছবির প্রচারণার কাজে নামার ইচ্ছে আছে। বলতে গেলে যে কোনো সময় ছবিটি নিয়ে হাজির হবো আমি। সুপার হিরোইন ঘরানার এ চলচ্চিত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে যা দর্শকদের বিনোদনের খোরাক মেটাবে বলে জানালেন ববি। ‘বিজলী’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। প্রসঙ্গত, ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে সিনে পর্দায় পথচলা শুরু তার। এরপর ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট  কেয়ার’, ‘ওয়ান ওয়ে’সহ বেশকিছু ছবিতে কাজ করে দর্শকপ্রিয়তা পান ববি। বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন তিনি। এদিকে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে অন্যরকম একটি ছবির কাজ শেষ হয়েছে। নতুন এ কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। ববি বলেন, এ ছবির গল্পটি আমার অন্য সব ছবির গল্প থেকে আলাদা। সত্যিকারের বৃদ্ধাশ্রমে থেকে ছবিটির কাজ করেছি। বেশ কষ্ট করেছেন পরিচালকসহ টিমের সবাই। আমার বিশ্বাস, ভিন্নমাত্রার গল্পের এ ছবিটিও দর্শক পছন্দ করবেন।

Check Also

অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।