শ্যামনগরে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে গাবুরা ইউনিয়নের কপতাক্ষ নদী সংলগ্ন পার্শ্বেমারী গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ তাদের আটক করে। আটকৃত ৩ ডাকাত হলো- গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে ইউছুপ গাইনের ছেলে সবুজ গাইন (৩২), একই গ্রামের নাসির গাজীর ছেলে সিদ্দিক গাজী ওরফে বোমা সিদ্দিক (৩০) এবং একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ইশার আলী মিস্ত্রির ছেলে সিদ্দিক মিস্ত্রী (২৮)। আংটিহারা কোস্টগার্ড সিনিয়র চীফ পেটি অফিসার সাইদুর ইসলাম জানান, মৎস্য ঘেরে ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে পার্শ্বেমারী এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকায় পৌঁছানো মাত্র কোস্টগার্ডের উপস্থিতি আঁচ পেয়ে ডাকাত দল গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড পাল্টা গুলি ছোড়ে। ঘন্টা ব্যাপী বন্দুক যুদ্ধে উভয় পক্ষে ৩৫-৪০ রাউন্ড গুলিবিনময়ের একপর্যায়ে ডাকাত দল পিছু হটে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে ১টি রিভলবার, ১টি পাইপগান, ১টি রামদা ও ২টি হিরোহোন্ডা মোটরসাইকেলসহ তিন ডাকাতকে আটক করা হয়। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তিনি আরও জানান, গোলাগুলির সময় স্থানীয় বিভিন্ন মসজিদ থেকে গ্রামে ডাকাতি চলছে এমন প্রচার করার পরে বহু মানুষ সেখানে হাজির হয়। অস্ত্রসহ তিন ডাকাতকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।