দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন বিশ্বাসকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নড়াইল জেলা প্রশাসক বরাবর প্রেরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, স্থানীয় রূপগঞ্জ পশুর হাটের ইজারার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা গত ২৬ সেপ্টেম্বর ৭ আসামির প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ ৯৬ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
এদিকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি আবু বক্কার সিদ্দিকীর বেঞ্চ অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন বিশ্বাস এবং নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসসহ দণ্ডপ্রাপ্ত ৭ জনকে ৬ মাসের জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল আলম কালাম।