অভয়নগরে সড়কের দু’পাশে বাঁশ-কাঠ লোড-আনলোড : বাড়ছে দূর্ঘটনা এবং যানজট : পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি

বি.এইচ.মাহিনী:দীর্ঘ প্রতিক্ষা! সড়কের দু’পাশে দুটি ট্রাক কাঠ লোড করছে। এদিকে ট্রাক দুটির দুপাশেই অসংখ্য যাত্রীবাহী গাড়ী ঠায় দাঁড়িয়ে আছে। তবু থেমে নেই লোড আনলোডের কাজ। ভ্রক্ষেপ নেই চালক ও শ্রমিকদের। এভাবেই প্রতিনিয়ত যত্রতত্র অভয়নগর উপজেলার ভৈরব উত্তর-পূর্ব জনপদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ওপর অযাচিতভাবে বাঁশ ও কাঠসহ নানা সামগ্রী লোড-আনলোড করায় বাড়ছে দূর্ঘটনা। সেই সাথে পাল্লাদিয়ে বাড়ছে যানজট। এ বিষয়ে ইতিপূর্বে কয়েকবার পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও উক্ত সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করেনি প্রশাসন। এমনকি বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের দৃষ্টিতে আনা হলেও কার্যকর পদক্ষেপের দেখা মেলে না। গতকাল সড়কে কাঠ বাঁশ লোড আনলোডের ব্যাপারে ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আব্দুল মান্নান দৈনিক নওয়াপাড়াকে জানান, বিষয়টি আমাদের নজরে আসেনি। তবে এমন ঘটনার তথ্য পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, জনসাধারণের জান, মাল ও সময়ের ক্ষতি হয় এমন কোনো কর্মকান্ড সড়কে না ঘটে তারও ব্যবস্থা নেয়া হবে। এ অঞ্চলের যোগাযোগ সড়কের মধ্যে শংকরপাশা-আমতলা, শংকরপাশা-সিঙ্গিয়া ও ভাটপাড়া-নড়াইল সড়ক প্রধানতম সড়ক যোগাযোগ মাধ্যম। এ সকল সড়কের দু’পাশ জুড়ে যত্রতত্র কাঠ ও বাঁশ ফেলে রাখার ফলে ঘটছে দূর্ঘটনা। গত কয়েক দিন ধরেই শংকরপাশা-আমতলা রোডের বাঘুটিয়া, পাচুড়িয়া, চাকই ও ভাটপাড়া-নড়াইল সড়কের বিভিন্ন স্থানে সড়কের উপর এমন কাঠ বোঝাইয়ের দৃশ্য ধরা পড়ে দৈনিক নওয়াপাড়ার ক্যামেরায়। এ সময় অসংখ্য যাত্রীবাহী গাড়ী ও যাত্রীসাধারণকে তীর্থের কাকের ন্যায় নিরূপায় হয়ে অপেক্ষা করতে দেখা যায়। এ সময় যাত্রীরা প্রচন্ড বিরক্তি বোধ করেন এবং এহেন জনদূর্ভোগ কর্মকান্ড প্রতিহত করতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা দাবি করেন। ভৈরব নদীর তীরে ঐতিহ্যবাহী ভাটপাড়া বাজার। এখান থেকে একটি সড়ক রুট রয়েছে, যা নড়াইল পর্যন্ত বিস্তৃত। এ জনগুরুত্বপূর্ণ সড়কটি সিংগাড়ী বাজার হয়ে চলে গেছে গোবরা ও নড়াইল সদরে। সংগত কারণেই গুরুত্বপূর্ন এ সড়কটি। খুলনা থেকে কালনা নদীর ফেরী পার হয়ে ঢাকায় পৌঁছানোর রাস্তাও এটি। এখান থেকে বাঁশ ও কাঠ ঢাকা, খুুলনাসহ দেশের বিভিন্ন স্থানে চলে যায় যা অর্থনীতিতে খুবই গুরুত্ব বহন করে। কিন্তু পরিতাপের বিষয় হলো এসকল সড়কের দু’ধারে এলোপাতাড়ি ভাবে কাঠ ও বাঁশ রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এলাকার কাঠ ও বাঁশ ব্যবসায়ীরা। ফলে নিত্যদিন সড়কে যানজট ও দূর্ঘটনা লেগেই থাকছে। একই চিত্র দেখা যায় এতদঞ্চলের গুরুত্বপূর্ণ সকল সড়কে। বিশেষ করে যেদিন এসকল বাজরে হাট বসে সেদিন এ যানজট ও জনদূর্ভোগ আরো বেড়ে যায়। ঘটে অহোরহো দূর্ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে একজন কাঠ ব্যবসায়ী জানান, ‘আমরা এভাবেই শুরু থেকে কাঠ রেখে আসছি। কখনো প্রশাসনিক কোনো ঝামেলা পোহাতে হয়নি।’ এ ব্যাপারে ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। এলাকাবাসীর দাবি সত্ত্বর এ সকল নিয়মনীতি বর্হিভূত অনাঙ্খিত যানজট জনিত কর্মকান্ড অবিলম্বে বন্ধ করা হোক।

 

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।