জামায়াত হরতালের নামে নাশকতা করলে কঠোর জবাব: সেতুমন্ত্রী

ঢাকা: হরতালের নামে নাশকতা করলে জামায়াতকে কঠোর জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে রাজধানীতে মেট্রো রেলের কাজ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আগামী ৬ মাসের মধ্যে মেট্রো রেলের কাজ দৃশ্যমান হবে। ২০১৯ সালে উত্তরা-আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কাজ শেষ হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি হরতালের নামে নাশকতা করলে জামায়াতকে কঠোর জবাব দেয়া হবে।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।