এক দিনে এক লাখ

একদিন আগেই বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির গান ‘মন জানে তুই’। গানটি গেয়েছেন ইমরান ও কনা। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। আর গানটিতে পারফর্ম করেছেন বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। একদিনেই এ গানটি ইউটিউবে উপভোগ করেছেন এক লাখেরও  বেশি শ্রোতা-দর্শক। এ প্রসঙ্গে ইমরান বলেন, আসলে ভালো গান হলে যে মানুষ সেটা শোনে ‘মন জানে তুই’ গানটি তার প্রমাণ। প্রকাশের একদিন হলেও গানটি থেকে দুর্দান্ত সাড়া পাচ্ছি। ফেসবুক ইনবক্সে ও ফোনে গানটির জন্য অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে গানটি শ্রোতারা আরও বেশি পছন্দ করবেন। কনা বলেন, ইমরানের সঙ্গে আমার করা গানগুলো দর্শক আগেও পছন্দ করেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। একদিনেই এ গানটি থেকে অনেক শ্রোতা-দর্শকের ভালোবাসা পেয়েছি। আমি আনন্দিত। এদিকে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিমসহ অনেকে। ছবিটি চলতি মাসের ২০ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।