ফরিদপুরের নগরকান্দা থেকে দেশীয় অস্ত্রসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল আমিন (৩৫) ও তার ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৮।
শুক্রবার ভোরে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করেন র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মীর আল আমিন মৃত মীর আব্দুর রাজ্জাকের ছেলে। আটক হওয়া ভাইয়ের নাম সোহাগ মীর (২৫)।
তাদের কাছ থেকে একটি করে রামদা ও চাইনিজ কুড়াল এবং তিনটি করে চাপাটি ও ছুরি উদ্ধার করা হয়।
র্যাব-৮ ফরিদপুর কোম্পানির অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রহিসউদ্দিন বলেন, তাদের বাড়িতে অস্ত্র ও মাদক রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানকালে বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও কোনো মাদক পাওয়া যায়নি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া জানান, তিনি এ ব্যাপারে শুনেছেন।
নগনকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, মীর আল আমিন ও সোহাগ মীরের বিরুদ্ধে আগেই নগরকান্দা থানায় পারিবারিক কলহজনিত মারামারির মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করা হবে।