ট্রাম্পের যৌন কেলেঙ্কারির তথ্য দিলেই পুরস্কার ৬৫ কোটি!

হঠকারিতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত্রুর সংখ্যা দিনে দিনে বেড়েই যাচ্ছে। সম্প্রতি এরই প্রমাণস্বরূপ- ট্রাম্পের যৌন কেলেঙ্কারিসহ যেকোন চাঞ্চল্যকর তথ্য দিতে পারলে প্রায় ৬৫ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রখ্যাত পর্নো ম্যাগাজিনের প্রকাশক ল্যারি ফ্লিন্ট

রীতিমতো বিজ্ঞাপন দিয়ে একথা ঘোষণা করেছেন তিনি। তাও আবার ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর মতো খবরের কাগজে।

রবিবার এই চাঞ্চল্যকর বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। তাও আবার পুরো পাতা জুড়ে। কোন ছবি দেওয়া হয়নি তাতে। কেবল বড় বড় অক্ষরে ট্রাম্পের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ফ্লিন্ট। ট্রাম্পকে ‘অবৈধ’ রাষ্ট্রপতি বলে উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, ‘কিছু পুরনো ধ্যান ধারণার মানুষের জন্যই টিকে রয়েছেন ট্রাম্প। তাঁর অপরিণামদর্শিতার ফলেই ঘরে-বাইরে আমেরিকার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে

’ এর প্রমাণ হিসেবে এফবিআই ডিরেক্টর ডেমস কমির অপসারণ ও প্যারিস চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে আসার ঘটনা তুলে ধরেন তিনি। বাকি তিন বছর ট্রাম্প থাকলে আমেরিকার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই ফ্লিন্ট এমন তথ্য চেয়েছেন যাতে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা যায়। যৌন কেলেঙ্কারি, আর্থিক অনিয়ম, রাশিয়ার সঙ্গে গোপন আঁতাত, স্বজনপোষণ- যেকোন এমন তথ্য যাতে ট্রাম্পকে এখনই মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া যায়, এমন তথ্য দিলেই মিলবে ১০ মিলিয়ন ডলার অর্থাৎ টাকার অংকে প্রায় ৬৫ কোটি টাকা। তথ্য দেওয়ার জন্য বিজ্ঞাপনে একটি টোল ফ্রি নম্বর ও মেইল আইডি-ও দেওয়া হয়েছে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।