পুলিশ জনগণের বন্ধু, কিন্তু অপরাধীদের শত্রু সাতক্ষীরার দেবহাটায় সিসি ক্যামেরার উদ্বোধন কালে পুলিশ সুপার আলতাফ হোসেন

মীর খায়রুল আলম, সাতক্ষীরা:
প্রধানমন্ত্রীর ডিজিটাল কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ কাজ করা হয়েছে, যা এখনো অনেক জেলা করতে পারে নাই। এ জন্য পারুলিয়া বাজার কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের সবাইকে ধন্যবাদ জানায়। পারুলিয়ায় সিসি ক্যামেরার উদ্বোধন কালে প্র্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পুলিশ সুপার আলতাফ হোসেন। তিনি আরো বলেন, শুরু যখন হয়েছে পর্যায়ক্রমে গুরুত্বপুর্ন সকল পয়েন্টেই সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পুলিশ জনগণের বন্ধু, কিন্তু অপরাধীদের শত্রু। সাতক্ষীরা জেলা পুলিশ মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, ইফটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধে কাজ করে চলেছে। যার গতিশীলতা বৃদ্ধি পাবে এই সিসি ক্যামেরার মাধ্যমে। পারুলিয়া বাজারের ৩০০টি দোকানের নিরাপত্তার জন্য ২২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, আরো স্থাপন করা হবে। এ জন্য পারুলিয়া বাজারসহ অন্যান্য ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করছি। এ সব ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ করা সম্ভব হবে। যা পারুলিয়া বাজার কমিটি ও পুলিশ সুপারের কার্যালয়ে থাকা কম্পিউটারের মনিটরে দেখা যাবে এবং ইন্টারনেটের মাধ্যমে পুলিশ সুপারসহ উদ্ধর্তন কর্মকর্তারা সারাক্ষণ ও নজরদারীতে রাখতে পারবেন।
সোমবার বিকাল ৪টাল পারুলিয়া বাস স্টান্ডস্থ শহীদ আবু রায়হান চত্বরে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও পারুলিয়া বাজার কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পারুলিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ফেয়ার কম্পিউটারের সত্বাধীকারী আব্দুল কাদের মহিউদ্দীনের একান্ত প্রচেষ্টায়, বাজার কমিটির সভাপতি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,বিশিষ্ঠ ব্যবসায়ী নুর আমিন গাজী, বাজার কমিটির যুগ্ন- সম্পাদক আনার হোসেন, প্রচার সম্পাদক ও দেবহাটা মোবাইল সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মিঠু প্রমূূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এসময় সিসি ক্যামেরা স্থাপনের ফলে চোর ও অপরাধীরা তাদের অপরাধ করতে যেয়ে কিছুটা হলেও ভয় পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

 

 

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।