যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

যশোর: যশোরে স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে ফাঁসির আদেশ দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে মঙ্গলবার ১০ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। রফিকুল জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের শহীদ আলীর ছেলে।

আদালতের পিপি ইদ্রিস আলী বলেন, রফিকুল এক লাখ টাকা যৌতুক দাবি করে না পেয়ে ২০০৭ সালে স্ত্রী নাজমাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালান।

এ ঘটনায় নাজমার বাবা হত্যা মামলা করেন তার নামে। মামলার তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে।

পিপি ইদ্রিস বলেন, ১০ বছরের বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।