ঢাকা: প্রধান বিচারপতিকে নিয়ে মিথ্যাচার করে আইনমন্ত্রী গোটা জাতিকে ব্ল্যাকমেইল করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিওআইপি লাউঞ্জ মিলনায়তনে ” গণতন্ত্র এখন কোন পথে? ন্যায় বিচারের সর্বোচ্চ আদালত ধ্বংসের বিরুদ্ধে দাঁড়াও শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জাতীয় ঐক্য পরিশোধ।
রিজভী বলেন, আদালতের উপর বন্দুক ধরে বিচার ব্যবস্থাকে নিজেদের হস্তক্ষেপে নিয়েছে এ অবৈধ সরকার।
সারাদেশে আওয়ামী লীগের শাসন চলছে বলে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের এখন গণতন্ত্র হচ্ছে, ঘুম থেকে উঠেই বিরোধী দলকে কোর্টের বারান্দায় ঘুরতে হবে। বিরোধী দল সভা সমাবেশ করতে পারবে না। আওয়ামী লীগ ডাকাতির ছদ্মবেশে দেশ পরিচালনা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, দপ্তর সম্পাদক মো. সেলিম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন কল্পনা প্রমুখ।
Check Also
সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …