গ্রামবাংলার ঐতিহ্যবাহী আট দলীয় দাড়িয়াবান্ধা (গাদন) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর তলুইগাছা মাঠ পাড়ায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে অংশ নেয় পাচালি দল ও জোরদিয়া দল। তবে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচ পাচালি দল ১-পয়েন্টে জোরদিয়া দল (গাদনে) পরাজিত করে।ফাইনালে ম্যাচ রেফারি ছিলেন যুবলীগনেতা আব্দুল খালেক। খেলায় বিজয়ী দলকে একটি ২১ ” টিবি ও পরাজিত দলকে ১৪ ” টিবি দেওয়া হয় । খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন জোরদিয়া দলের বাবলা হোসেন ।
স্থানীয়রা জানান, তলুইগাছা গাদন কমিটি প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করে। গ্রাম বাংলার মানুষের বিনোদনের খোরাক এই খেলা আগে অনেক এলাকায় হলেও দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের ঐতিহ্য ধরে রাখার।
এবারের আয়োজনও সার্থক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশপাশের বহু গ্রামের মানুষ ফাইনাল ম্যাচ দেখতে এসেছে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে খেলা উপভোগ করেছে।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …