মেহেদীর জোড়া আঘাতে আশার আলো

ক্রাইমর্বাতা রির্পোট:অন্তত একটা ম্যাচ জেতার ইচ্ছা নিয়ে ইস্ট লন্ডন মাঠে নেমেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

 তবে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সেই সফলতা আসবে কিনা তা বলা না গেলেও চেষ্টা করছেন বোলাররা।

অবশ্য শুরুর দিকে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের বোলারদের ভালোই পিটিয়েছেন প্রোটিয়া দুই ওপেনার কুইন্টন ডি কক ও টিম্বা বাভুমা।

এই অবস্থায় ১১৯ রানের মাথায় ৪৭ বলে ৪৮ করা বাভুমাকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। পরে ১৩২ রানের মাথায় সেই মিরাজের হাতেই আউট হয়ে ফিরেন অপর ওপেনার ৬৮ বলে ৭৩ রান করা কুইন্টন ডি কক।

২৪ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ দুই উইকেটে ১৪৫। ফাফ ডু প্লেসি ১১ এবং অ্যাইডেন মারক্রাম ১১ রানে ক্রিজে রয়েছেন।

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত টাইগার বোলাররা কতটুকু সফল হন আর ব্যাটসম্যানরা  কতটুকু কি করতে পারেন।

৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে প্রোটিয়ারা। এর আগে টেস্ট সিরিজেও ২-০তে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

আর পুরো সিরিজেই ইনজুরিতে জর্জরিত বাংলাদেশের ক্রিকেটাররা। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই শেষ হয়ে গেছে ওপেনার তামিম ইকবাল ও পেসার মোস্তাফিজুর রহমানের। তামিম ইকবালের পরিবর্তে একাদশে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে নাসিরের পরিবর্তে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।