তালায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ পালিত

আকবর হোসেন,তালাঃ “পঁয় বর্জের সুষ্টু ব্যাবস্থপনা,উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,সারা দেশের ন্যায় তালা উপজেলায় ৩০ অক্টোবর সকালে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ উপলক্ষ্যে বনাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । তালা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ সরোয়ার হোসেনের সার্বিক পরিচালনায় ও নির্দেশনায়, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগীতায়, উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তালা-সাতক্ষীরার আয়োজনে, সকালে একটি বনাঢ্য র‌্যালী তালা উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে । র‌্যালী শেষে উপজেলা চত্তরে এক আলোচনা সভা ও হাত ধোয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার্স ইনচার্জ হাসান হাফিজুর রহামান,তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ গোলাম শরীফ,তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, সাংবাদিক মোঃ আকবর হোসেন, সাংবাদিক জিএম খলিলুর রহমান লিথু, সাংবাদিক ইলিয়াস হোসেন, সাংবাদিক জাহাংগীর আলম, সাংবাদিক সেলিম হায়দার, সাংবাদিক গনেষ,সাতক্ষীরা জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ রেজাউল করিম খান, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর উপজেলা ম্যানেজার মোঃ মেজবাহুল হক, তালা শহীদ কামেল মডেল হাই ষ্কুলের প্রধান শিক্ষক শক্তিপদ করসহ তালা মহিলা কলেজে, তালা শহীদ কামেল মডেল স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রীরাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী এবং সাধারন জনগন উপস্থিত ছিলেন । আলোচনা শেষে ছাত্রীদের মাধ্যমে হাতধোয়ার কর্মসূচী পালন করা হয় ।

Please follow and like us:

Check Also

তালায় বৃষ্টির জন্য এস্তেষ্কার নামাজ আদায়

কামরুজ্জামান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লীবৃন্দ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।