জেএফএ কাপ জাতীয় অনুঃ১৪ মহিলা ফুটবল খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে জেলা প্রশাসক এ.কে.এম মহিউদ্দিন-জয় ও জেলার সুনাম ধরে রাখার উদ্দেশ্য নিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে

শেখ কামরুল ইসলাম : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জেএফএ কাপ জাতীয় অনুঃ-১৪ মহিলা ফুটবল খেলায় অংশগ্রহণের জন্য জেলা মহিলা ফুটবল দল ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ। সোমবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বিদায়ী খেলোয়াড়দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে । জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিতে¦ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় জেলা প্রশাসক খেলোয়াড়দের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, ক্রীড়াঙ্গণের জন্য এ জেলা সম্ভাবনাময় জেলা। ক্রিকেটের পাশাপাশি মহিলা ফুটবল দল জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। জাতীয় পর্যায়ের খেলার সুযোগ করে নিয়ে সাবিনাসহ অনেকে। জয় ও জেলার সুনাম ধরে রাখার উদ্দেশ্য নিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে। ক্রীড়াঙ্গণে তোমাদের সম্মান সাতক্ষীরা জেলাবাসীর জন্য সম্মান বয়ে আনবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা ফুটবল কমিটির সভাপতি জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা মহিলা ফুটবল কমিটির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, জেলা জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মো. আহম্মদ আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কিরণ¥য় সরকার, সদস্য আনোয়ার হোসেন আনু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল, ইদ্রিস বাবু ও জেলা মহিলা ফুটবল দলের কোচ আকবর আলী প্রমুখ। জেএফএ কাপ এর খুলনা আঞ্চলিক পর্বে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার পরে চূড়ান্ত পর্বে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অংশগ্রহনের জন্য আগামী ১লা নভেম্বর -২০১৭ তারিখে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে দল রওনা হওয়ার হবে। সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল ঢাকায় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অবস্থান করবে। আগামী ৩রা নভেম্বর গত বছরের জাতীয় চ্যাম্পিয়ন দল ময়মনসিং জেলা দলের মুখোমুখি হয়ে খেলায় প্রতিদন্দিতা করবে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল। এসময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।