বাল্যবিয়ের জন্য জনপ্রতিনিধিদের পদচ্যুত করতে হাইকোর্টের রুল

   ক্রাইমবার্তা রিপোর্ট:প্রতিটি বাল্যবিয়ের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেন পদচ্যুত করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 রুলে জনপ্রতিনিধি বলতে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার এং সিটি ও পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলরদের বোঝানো হয়েছে।
 রোববার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন নজরে এলে সোমবার  বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
রুলে বাল্যবিয়ের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেন দায়ী করা হবে না এবং জনপ্রতিনিদিধের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা তথা পদচ্যুত করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
 জনপ্রশাসন, স্থানীয় সরকার, আইন, মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন ও মহিলাবিষয়ক সচিবকে আদালতের আদেশ সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

Check Also

সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।