ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:উখিয়া:মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফেরাতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার দুপুরে উখিয়ার পালংখালীতে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, সরকার প্রথমে রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি। নির্যাতিত রোািহঙ্গাদের আশ্রয় দিতে আমি আগেই সরকারকে অনুরোধ করেছি।
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকে নিজ দেশে পাঠাতে সরকারের তৎপরতা যথেষ্ট নয়। রোহিঙ্গাদের ফেরাতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।
মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে প্রাণ ভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করতে উখিয়ার পালংখালীতে অবস্থিত ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বেলা ১২ ৫০ মিনিটে তিনি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।
মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকে সরকার সঠিকভাবে সেবা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার দুপুর সোয়া ১ টার দিকে উখিয়ার পালংখালীতে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের যেভাবে সেবা দেয়ার দরকার ছিল, সরকার সেভাবে সেবা দিতে পারেনি।