সাতক্ষীরায় কৃষি হাট উপলক্ষে চাষাবাদ উপকরণ ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে
শেখ কামরুল ইসলাম : ‘ বাড়াতে চাষের শক্তি আধুনিক কৃষি প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কৃষি হাট-২০১৭ চাষাবাদ উপকরণ ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ফুলস্টপ সলুশনের আয়োজনে এ মেলা ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ২ দিন ব্যাপি এ চাষাবাদ উপকরণ ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষি ও কৃষকের উন্নয়নে সকল সরকারি-বেসরকারি কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য প্রান্তিক পর্যায়ে সকল কৃষককে প্রযুক্তিগত শিক্ষা দিতে হবে।’ আলোচনা সভায় লাল তীর সীড লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রাকিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেডের এরিয়া ম্যানেজার ফকরুদ্দিন, কৃষি টিম লিডার আয়শা খাতুন, জেলা নার্শারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন ও মো. আলাউদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শণ করেন। এসময় জেলার কৃষক ও দর্শাণার্থীরা উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি হলেন জামায়াতের এড আবু বক্কর

সাতক্ষীরা সংবাদদাতাঃ দীর্ঘ সময়ের অচলাবস্থার পর উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ভোটারদের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।