জি,এ, গফুর, পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার লক্ষীখোলা হাটের আপীল মামলায় আদালত সরকার পক্ষে রায় ঘোষনার পর এলাকাবাসী আক্তার-মহিউদ্দীন টুটুল কাগজীদের দখলে থাকা ৭৭ শতক হাটের সম্পত্তি দখলমুক্ত করেছেন। গত ১৫ অক্টোবর,২০১৭ তারিখে জেলা দায়রা জজ আদালত আপীলকারী আক্তার কাগজীর বিরুদ্ধে রায় ঘোষনা দিলে এলাকার বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ স্বতঃস্ফুত্তভাবে অবৈধ দখল মুক্ত করে এখানে কয়েকটি দোকান ঘর নির্মান করেছেন বলে জানা গেছে । আদালতের রায়ের ফলে এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরন হয়েছে বলে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানিয়েছেন। এদিকে এ সম্পত্তি নিয়ে আইনী লড়াই চালিয়ে যাবেন বলে মহিউদ্দীন টুটুল কাগজী গংরা জানিয়েছেন। জানা গেছে, বৃটিশ আমলে এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে উপজেলার লস্কর ইউপি’র লক্ষীখোলা গ্রামের শেষ প্রান্তে মিনহাজ শাখা নদীর তীরে স্থানীয় পাচকড়ি সরদার ও গাজীদের দানীয় এসএ ১৭৯, ১৮০, ১৮১, হাল ৩৭৭, ৩৮২ ও ৩৮৯ দাগে ৭৭ শতক জমিতে একটি হাট গড়ে উঠে। স্থানীয়রা জানিয়েছেন, এক সময়ে এখানে সরকারীভাবে স্থাপনাসহ ব্যাপক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারন ঘটলে এক পর্যায়ে এ হাটের সম্পত্তি সরকারের অনুকুলে যায়। সুত্র মতে, এক সময়ে মিনহাজ নদীতে বাধ দেওয়ার ফলে নদী কেন্দ্রীক যাতায়াত ব্যবস্থা ভেঙ্গে পড়ায় হাটের কার্যক্রম বন্দ হয়ে যায়। এ দিকে সরকারের নজর দারীর অভাবে এক সময়ে হাটের জমির প্রতিবেশি আক্তার- টুটুল কাগজী গংরা এ সম্পত্তি দখল করে নেয় বলে স্থানীয় শফি গাজী, আফছার মোল্লা, হবি মোল্লাসহ এলাকাবাসী অভিযোগ করেন। অভিযোগ উেেঠ প্রভাবশালীদের মধ্যে অবৈধ অর্থ লেনদেনের কারনে হাটের জমি পুনরুদ্ধারে স্থানীয় গ্রাম বাসিরা বিভিন্ন সময়ে সভা- সমাবেশ করলে এক পর্যায়ে তা মুখ থুবড়ে পড়ে এবং দু পক্ষেই বিরোধে পড়ে মামলায় জড়িয়ে পড়েন। জানাগেছে সরকার পক্ষের দায়ের করা পাইকগাছা সহকারী জজ আদালতের দেঃ ২৩৫/০৮ নং মামলায় আক্তার হোসেন কাগজী গংরা পরাজিত হলে এ রায়ের বিরুদ্ধে তারা জেলা দায়রা জজ আদালতে ২১০/১৬ নং আপীল মামলা দায়ের করেন। গত ১৫ অক্টোবর বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করলে গ্রামবাসীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং হাটের সম্পত্তি দখলমুক্ত হয়।
পাইকগাছার খালিয়ারচক গ্রামে মহামায়ের পূজা ও মতুয়া মহা সম্মেলনের প্রস্তুতি সভাপাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার খালিয়ারচক গ্রামে মহা মায়ের পূজা ওমতুয়া মহা সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় খালিয়া গ্রামে সুধীর কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মতুয়াচার্য সাগর সাধু ঠাকুর।আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সাবেক চেয়ারম্যান ও আ’লীগের উপজেলা সদস্য সচিব রশীদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন খালিয়া মতুয়া মহা সম্মেলনের তত্ত্বাবধায়ক শিবপদ মন্ডল,পতিত পবন রায়, বিমল সরকার। বিশ্বজিত মন্ডলের পরিচালনায় ও স্বাধীন মন্ডলের সার্বিক সহযোগীতায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন তপন বাইন,কালীপদ মন্ডল, নৃপেন্দ্রনাথ মন্ডল, আব্দুল ওহাব বাবলু, শাহাবুদ্দিন শাহীন, প্রশান্ত মন্ডল, মন্টু মন্ডল, শফিকুল ইসলাম, তুষার মন্ডল, তুষার বাছাড়, নির্মল মন্ডল, কিরণ ঢালী, শৈলেন্দ্র নাথ মন্ডল, সুকৃতি মন্ডল, রবীন মন্ডল, মনিমোহন মন্ডল, নরেশ মন্ডল, প্রীতিষ মন্ডল। প্রস্তুতি সভা শেষে কীর্তন পরিবেশন করেন ভারতের নদীয়া থেকে আমন্ত্রিত স্বর্ণপদক প্রাপ্ত কীর্তনীয়া শ্রীমতি নিলীমা বিশ্বাস ও শ্রীমতি অনিমা মিস্ত্রী এবং তাদের দল।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …