কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্র উপকূলে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন।
মঙ্গলবার ভোরে উপজেলার ইমামের ডেইল সমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসেন ২৩ রোহিঙ্গা।
বেঁচে ফিরে আসা রোহিঙ্গা অসির আহমেদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কমপক্ষে ৫০ জন প্রাণভয়ে সাগরপথে বাংলাদেশের টেকনাফে আসছিলাম। ইমামের ডেইল সমুদ্র উপকূলে সাগরের উত্তাল ঢেউয়ের মুখে আমাদের নৌকাটি ডুবে যায়। সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় ২৩ জন জীবিত রয়েছি। এ ঘটনায় পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
টেকনাফ থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুল জামান জানান, ঘটনার পর পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ২৫ জন। তাদের উদ্ধারে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
এর আগে ১৬ অক্টেবর ও ২৮ সেপ্টেম্বর নৌকাডুবির ঘটনায় অর্ধশতাধিক রোহিঙ্গা প্রাণ হারান। এর পর ৮ অক্টাবর আরও এক নৌডুবির ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়।