ভাল কাজের ভাল ফল পাবেন: দলীয় নেতাকর্মীদেরকে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজার ছাড়ার পূর্বে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা ভালো কাজ করেছেন এবং করছেন।  ইনশাআল্লাহ এর ফল আপনারা পাবেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টয় চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার সার্কিট হাউজ ত্যাগ করার পূর্বে তিন এসব কথা বলেন।
এসময় সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাজাহান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীদেরকে চেয়ারপারসন বলেছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিন আহমেদকে সহযোগিতা করবেন এবং সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
একই সঙ্গে তিনি চলমান চার দিনের সফর সফল করায় স্থানীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

Check Also

অনুষ্ঠানে ছাত্রদল নেতার মুখে ছাত্রলীগের মূলনীতি ঘোষণা, ভাইরাল

গাইবান্ধার পলাশবাড়িতে ছাত্রদলের আলোচনা অনুষ্ঠানে ছাত্রদলের এক নেতা প্রকাশ্যে সভার শুরুতেই ছাত্রলীগের মূলনীতি ঘোষণা করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।