বাংলাদেশে আরও জঙ্গি হামলার আশঙ্কা অস্ট্রেলিয়ার

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:বাংলাদেশে নতুন করে আরও জঙ্গি হামলার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া। দেশটি বলছে, পশ্চিমা দুনিয়ার স্বার্থসংশ্লিষ্ট কোনও বিষয় হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ সংক্রান্ত পরিকল্পনার নির্ভরযোগ্য তথ্য রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

৩ নভেম্বর ২০১৭ শুক্রবার ডিএফএটি’র ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসী হামলার ‘বড় ধরনের হুমকি’ রয়েছে। ফলে দেশটিতে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেসব শপিং মলে বিদেশিরা নিয়মিত যাতায়াত করেন, সেগুলো যেন তারা এড়িয়ে চলেন। এছাড়া যারা বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন, তারাও যেন বিষয়টি পুনর্বিবেচনা করেন।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজানে জঙ্গি হামলা এবং চলতি বছরের মার্চে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের বিষয়টিও উল্লেখ করা  হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নাশকতার পরিকল্পনার অভিযোগে প্রায়ই গ্রেফতারের ঘটনা ঘটছে।

নতুন আক্রমণে হামলাকারীদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে সরকারি বা বাণিজ্যিক স্থাপনা, উন্মুক্ত স্থান, আদালত, বিদেশি সরকার ও তাদের বাণিজ্যিক স্বার্থ, সামরিক বাহিনী ও পুলিশ, বিভিন্ন দেশের দূতাবাস, হোটেল, ক্লাব, রেস্টুরেন্ট, বার, স্কুল, মার্কেট, ব্যাংক, ধর্মীয় স্থান, রাজনৈতিক সমাবেশ, সিনেমা হল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণপরিবহন, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, পর্যটন এলাকা ও ঐতিহাসিক স্থাপনা। এরপরও যদি অস্ট্রেলিয়ার কোনও নাগরিক বাংলাদেশ সফরে আগ্রহী হন তাহলে তারা যেন নিরাপত্তার ব্যাপারে বাড়তি পদক্ষেপ নেন।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।