শ্যামনগরে ১টি মাছ ধরার ট্রলারসহ ১৭ জন জেলে হস্তান্তর

মোস্তফা কামাল- শ্যামনগর(সাতক্ষীরা) সংবাদদাতাঃ
সাতক্ষীরার শ্যামনগরে ১টি মাছ ধরার ট্রলারসহ ১৭ জন বাংলাদেশী জেলে হস্তান্তর করা হয়েছে। ১৭ বর্ডার গার্ড নীলডুমুর সুত্রে প্রকাশ, গত ৫ নভেম্বর বেলা ১ টার দিকে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামনগরের কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালিন্দী নদীর মধ্যবর্তী স্থানে বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনী(বিজিবি-বিএসএফ) সদস্যদের উপস্থিতি তে হস্তান্তর অনুষ্ঠান হয়।১টি মাছ ধরার ট্রলার(এফ বি জিন্দাপীর,রেজিঃ নং-এফ ১০১৫৫) এবং ক্রু হিসেবে ১৭ জন বাংলাদেশী জেলে কে ভারতীয় পশ্চিমবঙ্গ নামখানা থানার সাব-ইন্সপেক্টও অজয় কুমার চন্দ্র এবং বাংলাদেশের শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী এর মধ্যে হস্তান্তর/গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,নীলডুমুর এর অধিনায়ক লেঃ কর্ণেল এনামুল আরিফ সুমন, ইন্টেলিজেন্স অফিসার মেজর মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসপিপি, কৈখালী বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম, ৬ বিজিবি সদস্য এবং প্রতিপক্ষ ৩বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর কোম্পানী কমান্ডার মুখেশ কুমার, ৬ জন বিএসএফ সদস্য ও দক্ষিণ হেমনগর থানার অফিসার ইনচার্জ রাখেশ চ্যাটার্জী, সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রতিনিধি শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট সুজন সরকার ও বাগেরহাট শরণখোলা থানার এস আই এস,এম,কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।১৭ জন জেলের মধ্যে ১৬ জন বাগেরহাট এবং ১ জন কক্সবাজার জেলার বাসিন্দা। গত ২৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে ট্রলারটি গভীর সুমদ্রে বিকল হলে ৪ দিন পরে বাংলাদেশী জেলেরো ভারতীয় মাছ আহরণকারীদের সাহয্যে ভারতীয় ২৪ পরগনা জেলার নামখানা পুলিশের দায়িত্বে হাতানিয়া -দয়ানিয়া নদীতে দীর্ঘদিন অবস্থান করছিল ।
 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।