মোস্তফা কামাল,শ্যামনগর(সাতক্ষীরা) সংবাদদাতা : শ্যামনগর উপজেলা চত্বরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর দুদুক কমিশনার ডঃ নাসির উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে গণশুনানিতে বলেন, দুর্নীতি উন্নয়নের পরিপন্থি, যারা দুর্নীতি করে তাদের কে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহি উদ্দীন এর সঞ্চালনায় শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দুদক ঢাকার পরিচালক মোঃ মনিরুজ্জামান, খুলনার পরিচালক ডঃ মোঃ আবুল হাছান, উপ-পরিচালক খুলনার মোঃ আবুল হোসেন,শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস,এম মহসীন-উল-মূলক, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী প্রমূখ।গণশুনানিতে শ্যামনগর উপজেলার ভূমি অফিস,সাব-রেজিস্ট্রি অফিস,স্বাস্থ্য কমপ্লেক্স,হিসাব রক্ষণ অফিস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস,সমাজসেবা অফিস, সমবায় অফিস,যুব উন্নয়ন অফিস,প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস,পল্লী বিদ্যুৎ সমিতি সহ বিভিন্ন অফিসের দুর্নীতি গণশুনানিতে অভিযোগ করা হয়। দুদুক আয়োজনে বিশ্ব ব্যাংক ও শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠিত হয়।
ছবিঃ শ্যামনগরে গণশুনানিতে দুদক কমিশনার ডঃ নাসির উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন।