ডি এম আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর: ১৯ নভেম্বর শ্যামনগর হানাদার মুক্ত দিবস পালিত। ১৯৭১ সালের ১৯ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের এই দিনে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা হানাদার মুক্ত হয়। হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর দেবী রঞ্জন মন্ডল এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।তারপর র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ.কে ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, স্পেশাল পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু,শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবলু, আতরজান মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশিক ইলাহি, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পাদক শেখ মনিরুজ্জামান ডলার সহ সকল মুক্তিযোদ্ধা বৃন্দ।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …