শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরা জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। সভায় জেলার রাজস্ব উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকান্ডের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম, কালিগজ্ঞ সহকারি কমিশনার (ভুমি) নূর আহমেদ মাসুম, সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা মাসিক রাজস্ব সভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …