ফিরোজ হোসেন : সাতক্ষীরায় ৯বম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। সাতক্ষীরা স্টেডিয়ামে আগামী ২৮ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ফুটবলের মহাযঞ্জ অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর বিকাল আড়াইটায় সাতক্ষীরা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাতক্ষীরা স্টেডিয়ামে এই টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা দল নিয়ে মোট ৮টি দল লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে : সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ , কলারোয়া, তালা, দেবহাটা, শ্যামনগর ও সাতক্ষীরা পৌরসভা। ইতিমধ্যে প্রতিটি উপজেলা দল গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। খেলার মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করবে দৈনিক প্রথম আলো ও স্যাটালাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। খেলা উদ্বোধনের পূর্বে থিম সং এর মাধ্যমে বর্ণাঢ্য ডিসপ্লে পরিবেশন করা হবে। উদ্বোধনী খেলায় সাতক্ষীরা পৌরসভা দল বনাম শ্যামনগর উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দ্বিতীয় দিনের খেলা ২৯ নভেম্বর দেবহাটা বনাম কলারোয়া উপজেলা, ৩০ নভেম্বর আশাশুনি উপজেলা বনাম কালিগজ্ঞ উপজেলা, ০২ ডিসেম্বর সদর উপজেলা বনাম তালা উপজেলা, ০৩ ডিসেম্বর শ্যামনগর উপজেলা বনাম কালিগজ্ঞ উপজেলা, ০৪ ডিসেম্বর দেবহাটা উপজেলা বনাম তালা উপজেলা, ০৫ ডিসেম্বর আশাশুনি উপজেলা বনাম সাতক্ষীরা পৌরসভা, ০৬ ডিসেম্বর সদর উপজেলা বনাম কলারোয়া উপজেলা, ০৭ ডিসেম্বর শ্যামনগর উপজেলা বনাম আশাশুনি উপজেলা, ০৯ ডিসেম্বর দেবহাটা উপজেলা দল বনাম সদর উপজেলা দল, ১০ ডিসেম্বর কালিগজ্ঞ উপজেলা দল বনাম সাতক্ষীরা পৌরসভা দল, ১১ ডিসেম্বর তালা উপজেলা দল বনাম কলারোয়া উপজেলা দল। আগামী ২১ ডিসেম্বর প্রথম সেমিফাইনাল খেলা ও দ্বিতীয় সেমিফাইনাল খেলা ২২ ডিসেম্বর এবং আগামী ২৩ ডিসেম্বর ফাইনাল খেলা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান প্রমুখ। এসময় উপস্তিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, এড. অরুণ ব্যাণার্জী, দৈনিক ইনকিলাব পত্রিকার আব্দুল ওয়াজেদ কচি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সময়ের খবর সাতক্ষীরা প্রতিনিধি রুহুল কুদ্দুস, দৈনিক ভোরের ডাকের সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আব্দুল জলিল, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দৈনিক জন্মভুমি পত্রিকার শহিদুল ইসলাম, ডিবিসির টিভির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি আহম্মাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, জেলা ক্রীড়া সংস্থার কামরুজ্জামান কাজী, জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনুসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।