তালায় দুর্যোগের স্থায়ী আদেশাবলীর উপর দু’দিনের কর্মশালা শুরু

আকবর হোসেন,তালাঃ গতকাল সোমবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী আদেশাবলী ও অন্যান্য দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত আইনের উপর দুইদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আশ্রয় ফাউন্ডেশনের বাস্তবায়নে, ভুমিষ্ট এর আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফ্যাম এর অর্থায়নে এলনা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবল, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারবাইজার প্রভাস কুমার দাস এবং আশ্রয় ফাউন্ডেশন এর এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ভুমিষ্ট সংস্থার নির্বাহী পরিচালক পারভিন আক্তার। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ভুমিষ্ট সংস্থার উপদেষ্টা মোঃ শাহেদ। কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী আদেশাবলীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ছাড়াও তালা সদর, তেঁতুলিয়া ও ধানদিয়া ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।