ক্রাইমবার্তা রিপোর্ট:ঢাকা: বর্তমান সরকার উন্নয়ন দিয়ে গণঅভ্যুত্থানকে জাদুঘরে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার ঢাকা সিটি কর্পোরেসনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর ভবনে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ধাক্কা দিয়ে আওয়ামী লীগের মত বটবৃক্ষ ফেলা যাবে না। এ রঙিন স্বপ্ন ভুলে যান। শেখ হাসিনার সরকার উন্নয়ন দিয়ে গণঅভ্যুত্থান এখন জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। গণঅভ্যুত্থানের কথা বলে লাভ নেই। জনগণ শেখ হাসিনার উন্নয়নে খুশি। গত আট বছরে আন্দোলন জমাতে পারেনি। আগামী আট বছরেও জমাতে পারবেন না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিন। নারীরা আমাদের ফোকাস। আগামী নির্বাচন বিজয়ের জন্য আমাদের প্রধান হাতিয়ার হবে তরুণ ভোটাররা।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …