নাটোরে দোকান পুড়িয়ে দেয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার পরেও পুলিশ আটক করছেনা

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় চাঁদা না দেওয়ায় চারটি দোকানঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় থানায় মামলা না নেওয়ার কারণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-৩ আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগি দোকান মালিক। পরে বিচারক আসামীদের গ্রেফতারের আদেশ দিলেও অজ্ঞাত কারনে গ্রেফতার করছে না পুলিশ। এছাড়া মামলা তুলে না নিলে আরো সাতটি দোকান পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করার হুমকি দিচ্ছে ওই সব.. সন্ত্রাসীরা। এমন ঘটনা ঘটেছে সিংড়া উপজেলার বিয়াশ বাজারে। সিংড়া উপজেলার বিয়াশ বাজারের চারমাথা মোড়ে আব্দুস সামাদের জায়গার ওপর চারটি দোকান ঘর বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছিলেন সেখানকার দোকানঘর মালিকরা কিন্তু সম্প্রতি সোহরাব প্রামাণিক নামের এক দোকান মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী আমির হামজা। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১২ নভেম্বর সন্ত্রাসী আমির হামজার নেতৃত্বে ২৫ থেকে ৩০জন সন্ত্রাসী দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে চারটি দোকান পুড়িয়ে দেয়। এতে চারটি দোকানের আনুমানিক তিন লাখ টাকা ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় জমির মালিক সামাদ মৃধা এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা সিংড়া থানায় মামলা করতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-৩.. আদালতে সন্ত্রাসী আমির হামজা সহ মোট ২৯ জনকে আসামী করে মামলা দায়ের করে ক্ষাতিগ্রস্থ দোকান মালিক সোহরাব প্রামাণিক। ২৯ জন আসামীকে গ্রেফতারের জন্য সিংড়া থানা পুলিশকে নির্দেশ দেন। জমির মালিক আব্দুস সামাদ মৃধা বলেন, তার নামীয় জমি দখল নিতে সন্ত্রাসীরা দোকানঘর পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ দোকান মালিক সোহরাব প্রামাণিক সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। মামলা তুলে না নিলে তারা বাকি আরো সাতটি দোকান ভাংচুর করে অগ্নিসংযোগ করা হবে বলেও হুমকি দিয়ে যাচ্ছে। তিনি এর সুষ্ঠ বিচার দাবী করেছেন। এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বিজ্ঞ আদালত আসামীদের গ্রেফতারী পরোয়ানা জারি করলেও এখন পর্যন্ত সে আদেশ থানায় এসে পৌছায়নি। গ্রেফতারী পরোয়ানা আদাল থেকে আসলেই আসামীদের গ্রেফতার করা হবে।

Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

সাতক্ষীরার তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।