চীনে শীর্ষ জেনারেলের হত্যা

চীনে শীর্ষ জেনারেলের আত্মহত্যা

চীনের এক শীর্ষ জেনারেল আত্মহত্যা করেছেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত দেশটির সামরিক বাহিনীর সাবেক দুই সিনিয়র কর্মকর্তার সঙ্গে সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কর্তৃপক্ষ তদন্ত শুরু করার পর তিনি আত্মহত্যা করলেন। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।

এক কমিশনের বিবৃতির বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য ঝং ইয়ং ২৩ নভেম্বর বেইজিংয়ে তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতি বিরোধী ব্যাপক অভিযানের ফাঁদে পড়া সর্বশেষ কর্মকর্তা হচ্ছেন ঝং। ২০১২ সাল থেকেই চীনের কমিউনিষ্ট পার্টির বিভিন্ন পর্যায়ের ১৫ লাখ কর্মকর্তার পাশাপাশি সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরও তদন্তের আওতায় আনা হয়।

চীন সফরে যাচ্ছেন সু চি

রয়টার্স

রোহিঙ্গাদের দেশ ত্যাগের ঘটনায় বিশ্ব পরিমণ্ডলে তীব্র সমালোচনার মুখে মিয়ানমারের নেত্রী অং সান সু চি চীন সফরে যাচ্ছেন। প্রতিবেশী এ দেশটির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে শিগগিরই বেইজিং সফরে যাচ্ছেন তিনি। গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে গত আগস্টে নিরাপত্তাবাহিনীর তল্লাশি চৌকিতে কথিত রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেনাবাহিনীর নৃশংস অভিযানের জেরে পশ্চিমা দেশগুলোর প্রবল চাপের মুখে রয়েছে মিয়ানমার।

যুক্তরাষ্ট্র ও জাতিসঙ্ঘ মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ চালানোর অভিযোগ করেছে। একই সাথে হত্যা, ধর্ষণ ও রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে। সেনাবাহিনীর এ অভিযানে ছয় লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে চলে এসেছে।
রাখাইনে বিদ্রোহীবিরোধী অভিযান পরিচালনায় মিয়ানমারের কর্মকর্তাদের পক্ষে সমর্থন জানিয়ে আসছে চীন। রোহিঙ্গা সঙ্কটের জেরে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বিরোধিতাও করেছে বেইজিং।

গত সপ্তাহে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাং চীন সফরে গিয়ে দুই দেশের সামরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দেয়ার পর সু চির বেইজিং সফরের তথ্য এলো। গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলছে, চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলনে অংশ নিতে শিগগিরই দেশ ত্যাগ করবেন শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে সু চির মুখপাত্র জ্য হতেইর সাথে যোগাযাগ করা সম্ভব হয়নি। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ওই সম্মেলন আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Check Also

শেখ হাসিনার ভাইরাল অডিওর নির্দেশনা বাস্তবায়ন, গ্রেপ্তার ১০

শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।