ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট: বসনিয়ায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত স্লোবোদান প্রালজেক নামের এক ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের সামনেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
হেগের আন্তর্জাতিক আদালত কর্তৃক দেয়া ২০ বছরের কারাদণ্ডের আপিল মঞ্জুর না হওয়ায় তিনি এ কাণ্ড ঘটান বলে খবর দিয়েছে দ্যা টেলিগ্রাফ।
আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বুধবার নিজেকে যুদ্ধাপরাধী নয় দাবি করে পকেট থেকে হঠাৎ করেই একটি ছোট বোতল বের করেন। দ্রুত বোতলের মুখ খুলে তাতে থাকা তরল বিষ মুখে ঢেলে দেন।
বসনিয়ায় গণহত্যায় অভিযুক্ত শীর্ষ ৬ ব্যক্তির মধ্যে স্লোবোদান প্রালজেক একজন। তিনি একইসঙ্গে সেখানকার রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা ছিলেন। ২০১৩ সালে হেগের আদালত তার শাস্তি ঘোষণা করেন।
বুধবার তার আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল মঞ্জুর না হওয়ায় তিনি এ ঘটনা ঘটান। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।