শ্যামনগরে দুঃস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরন

মোস্তফা কামাল,শ্যামনগর (সাতক্ষীরা): গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ অঞ্চলের গরিব অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসার জন্য দেওয়া আর্থিক সহায়তার চেক বিতরন করেছেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় সংসদ সদস্যের নিজস্ব বাসভবন হতে সংসদীয় আসনের ২০ টি ইউনিয়নে ২২ জনের মধ্যে সাড়ে ৫ লাখ টাকার চেক বিতরন করেন। অনুষ্ঠানে জগলুল হায়দার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন শত ব্যস্ততার মাঝে সারা দেশে বিশেষ করে অসহায় রোগীদের খোজ খবর নেন এবং তালিকা প্রণয়নের মাধ্যমে স্ব-স্ব এলাকার এমপিদের মাধ্যমে অনুদান প্রদান করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চান। এসময়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।