ওসি আমিনুল ইসলাম বিপ্লবের সাহসী ভুমিকায় তপনের অবরুদ্ধ পরিবার মুক্ত 

ক্ত জি,এ, গফুর, পাইকগাছা ॥ শেষ পর্যন্ত পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লবের হস্তক্ষেপে সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামে ঘেরা-বেড়ায় আটকে পড়া তপন মন্ডলের অবরুদ্ধ পরিবারকে মুক্ত করে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। ভিটে বাড়ীর জমি নিয়ে স্থানীয় রনজিত কুমার মন্ডল ও প্রতিবেশি তপন মন্ডলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মারপিটের ঘটনা ও পাল্টা পাল্টি মামলায় জড়িয়ে দুটি পরিবারের বিরোধ সম্প্রতি চরম আকারে পৌছানোর পর রনজিত কুমার মন্ডল ছেলে স্বপন মন্ডল বিক্ষুব্দ হয়ে ঘেরা-বেড়া দিয়ে দীর্ঘ কালের চলাচল পথ বন্ধ করলে তপনের পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে বেকায়দায় পড়ে। এ ঘটনায় তপনের পরিবার মানবিক বিবেচনায় প্রশাসনসহ সংশ্লিষ্ঠদের হস্তক্ষেপ কামনা করলে তা বিভিন্ন পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও বিশেষ করে ক্ষমতাসীনরা বিরোধ নিস্পত্তি ও ঘেরা-বেড়ায় আটকে পড়া তপনের পরিবারের মুক্ত করতে ইতিবাচক ভুমিকা রাখতে সামর্থ হননি। শেষ পর্যন্ত অপেক্ষার পালা শেষে ওসির হস্তক্ষেপে ঘেরা-বেড়া মুক্ত করে তপনের পূর্বের যাতায়াতের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। এ ঘটনা জানাজানির পর এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ ওসি আমিনুল ইসলাম বিপ্লবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ প্রসঙ্গে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, এ থানায় যোগদানের পর মানবিক বিবেচনায় তিনি হরিঢালীর কর্মকারপাড়া, কপিলমুনির মালোপাড়া ও সর্বশেষ দীঘার তপন মন্ডলের পরিবারকে অবরুদ্ধ জীবন থেকে মুক্ত করেন এবং এর পিছনে সাংবাদিকদের সাহসী ভুমিকাসহ সর্বশেষ ঘটনায় মামলা তদন্ত কর্মকর্তা এসআই লিটন বিশ্বাসের অবদানের কথা উল্লেখ করেন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।