জি,এ, গফুর, পাইকগাছা ॥পাইকগাছায় সোলাদানার পারিশামারীতে অষ্ট প্রহরব্যাপি মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুভ অধিবাস হয় এবং বৃহস্পতিবার অহ-রাত্র নামসংকীর্ত্তনের পর শুক্রবার ভোর বেলায় কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে নামযজ্ঞের সমাপ্তি ঘটে। আয়োজক কমিটির উপদেষ্টা গোবিন্দলাল সানা, সভাপতি কার্তিক সানা, সম্পাদক হরিপদ সানা বাবু বলেন এ উপলক্ষে শুক্রবার রাতে ধর্মীয় যাত্রাপালার আয়োজন করা হয়েছে। এদিকে ধর্মীয় এ উৎসবে বৃহস্পতিবার রাতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন কুমার সাধু, সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক, এসআই লিটন কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা দীলিপ রায়, ইউনিয়ন যুবলীগ সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই, স্থানীয় আ’লীগ নেতা সাহাবুদ্দীন সানা, রবিউল ইসলাম রবি, স্নেহেন্দু বিকাশ, বাবুরাম মন্ডল, পিযুষ সাধু, দেবব্রত রায়, জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সরদার, জয়ন্ত মন্ডল, ইউপি সদস্য নাছিমা বেগম, আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম, আরেফিন বিশ্বাস, সাবেক ইউপি সদস্য অধীরকৃষ্ণ মন্ডল, মাহাবুব জোয়াদ্দার, পরিতোষ মন্ডল, প্রনব কুমার মন্ডল, আজিবর রহমান, মিথুন মধু, প্রশান্ত মন্ডল, কিশোর মন্ডল, মন্টু মন্ডলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের জেলা সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিতপাইকগাছা প্রতিনিধি ॥ খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলন উপলক্ষে পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার সরল কালিবাড়ীতে কেন্দ্রীয় পূজা মন্দিরে উপজেলা সংগঠণের সভাপতি সমীরণ কুমার সাধুর সভাপতিত্বে ও সম্পাদক আনন্দ মোহন বিশ^াসের পরিচালনায় প্রস্তুতি সভায় করণীয় বিষয় নিয়ে সংগঠণের নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, পূজা পরিষদের পৌর কাউন্সিলর রবিশংকর মন্ডল, প্রাণকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, হেমেশ চন্দ্র মন্ডল, কল্লোল মল্লিক, তাপস কান্তি বসু, এ্যাডঃ চিত্তরঞ্জন সরকার, বাবুরাম মন্ডল, ¯েœহেন্দু বিকাশ, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রজিৎ রায়, দীপক মন্ডল, কালিপদ মন্ডল, বিজন রায়, বিভাসেন্দু সরকার, প্রাণকৃষ্ণ মন্ডল, সুনীল মন্ডল, সুকৃতি মোহন সরদার, মধুসুদন মন্ডল, অপূর্ব রায়, প্রকাশ ঘোষ বিধান, পিযুষ সাধু, মৃত্যুঞ্জয় সরকার, গৌতম কুমার মন্ডল, উত্তম কুমার দাশ, জগদীশ রায়, দ্বীজেন মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, কিশোর কুমার রায়, মনোজিত কুমার মন্ডল, শ্যামাপদ বাছাড় প্রমুখ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …