ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:প্রেম করে বিয়ে করার ৬ মাস পরও পরিবার মেনে না নেওয়ায় অবশেষে আত্মহত্যা করলো এক নব-দম্পতি। বগুড়ার নন্দীগ্রামে ট্যাবলেট সেবন করে তারা আত্মহত্যা করেছে। তারা হলো- রিমন (২০) ও মিম (১৮)। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই চকপাড়া এলাকায় এঘটনা ঘটে।
সোমবার বিকালে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায়পুর কুস্তা বেতগাড়ি গ্রামের আবু বক্করের ছেলে রবিউল ইসলাম রিমন ও বগুড়া সদরের নারুলী এলাকার গোলাম রব্বানীর মেয়ে রাজিয়া আকতার মিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুই পরিবারের সকলের অজান্তে ৬ মাস পূর্বে পালিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপরে বিয়ের বিষয়টি দুই পরিবারকে অবগত করে নব-দম্পতি।
স্থানীয়রা জানিয়েছে, বিয়ের পর থেকেই দুই পরিবারের চাপের মুখে ছিল নব-দম্পতি। দুই পরিবার প্রেমের বিয়ে মেনে না নেয়ায় হাটকড়ই চকপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে রাজু আহমেদের (রিমনের দুলাভাই) বাড়িতে নব-দম্পতি আশ্রয় নেয়। এমতাবস্থায় পরিবার থেকে প্রেমিক রিমনের উপর চাপ সৃস্টি হয়। একপর্যায়ে শনিবার রাতে দুলাভাই রাজু আহমেদের বাড়িতে সবার অজান্তে নব-দম্পতি ট্যাবলেট খায়।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা নব-দম্পতিকে উদ্ধার করে বগুড়ায় হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, পরিবারের চাপেই নব-দম্পতি আত্মহত্যার পথ বেঁছে নেয়। নিহত দম্পতির দাফন সম্পন্ন করেছে তাদের পরিবার।
সদর থানার ইউডি অফিসার এসআই শাহাজাহান জানান, ওই দম্পতির ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।