সাতক্ষীরার প্রবীণ আওয়ামীলীগ নেতার রেকডীয় দখলীয় সম্পত্তি ভুমিদস্যু কর্তৃক দখল হওয়া জমি সরেজমিনে পরিদর্শণ করলেন এমপি রবি

শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরার প্রবীণ আওয়ামীলীগ নেতা মৃত আমীর আলীর রেকডীয় দখলীয় সম্পত্তি অবৈধভাবে ভুমিদস্যু কর্তৃক দখল করা সম্পত্তি অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শণ করলেন এবং প্রবীণ আওয়ামীলীগ নেতা মৃত আমীর আলীর পরিবারের পাশে দাড়ালেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শুক্রবার বিকালে শহরের উপকণ্ঠে সাতক্ষীরা স্টেডিয়ামের পশ্চিম পাশে মৃত আমীর আলীর সম্পত্তি সরেজমিনে দেখতে  যান। এসময় মৃত আমীর আলীর ভাইপো মো. সামছুল আরেফিন জানায়, ক্রয়সূত্রে পলাশপোল মৌজায় জে.এল-৯৪ এস.এ ৬২০৯, হালদাগ ১৫১৫৯ দাগে মোট ৭৫ শতক জমি থেকে বিক্রয় ও সাতক্ষীরা স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহনসহ অবশিষ্ট ৬২০৮, ৬২০৯ উভয় দাগে ২১ শতক জমি মৃত আমীর আলীর নামে আছে। উপর মহলের তদবীরে এসিল্যান্ড ও সেটেলমেন্ট এর দালাল চক্রের সহায়তায় এই দখলকৃত জমি জোর পূর্বক বলি ফেলে রাতা-রাতি ভুমিদস্যুরা খুপড়ি ঘর তৈরী করে দখল করে নিয়েছে। এসময় এমপি রবি জমির মালিতের অভিযোগের কথা শুনে বলেন, যত্রতত্র অবৈধ জবর-দখলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন।

০৮ ডিসেম্বর ২০১৭,শুক্রুবার:এভিএএসডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।