ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব ট্রাম্পের পদত্যাগ দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কয়েক হাজার মানুষের বিক্ষোভ

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে মুসলিম বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কয়েক হাজার মানুষ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। গত বৃহস্পতিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কড়া নিরাপত্তায় কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এসময় তারা শ্লোগান দেন ফিলিস্তিনের স্বাধীনতা, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী, ইসরাইলের নয়, ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চাই। শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,পাকিস্তান, তুরস্কসহ এশিয়া ও আফ্রিকার মুসলিম দেশগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। পশ্চিম তীরের রামাল্লায় ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি তরুণদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হেবরন, নাবলুস, জেনিন, তুলকারেম ও জেরিখোতেও বিক্ষোভ হয়েছে। গাজার খান ইউনুস এলাকায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে ইসরাইলি পুলিশ। এতে কমপক্ষে চারজন আহত হয়েছে। সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে কয়েক হাজার বিক্ষোভকারী। এসময় বিক্ষোভকারীরা ‘ট্রাম্প মানবতার শত্রæ বলে শ্লোগান দেয়। বিক্ষোভকে ঘিরে মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়েছিল কমপক্ষে পাঁচ হাজার বিক্ষোভকারী। এসময় তারা সেখানে ট্রাম্পের কুশপুতুলে অগ্নিসংযোগ করে। মালয়েশিয়ার সরকারি ও বিরোধীদলগুলো এ বিক্ষোভে অংশ নিয়েছে।

০৯ ডিসেম্বর ২০১৭,শনিবার:ক্রাইমর্বাতাডটকম/আনাদোলু, রয়টার্স/আসাবি

Please follow and like us:

Check Also

বেইজিং ঘনিষ্ট মুইজ্জুর জয়: ভারত থেকে আরও দূরে সরবে মালদ্বীপ

মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।