মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওতে কমিটি

ক্রাইমবার্তা রিপোর্ট:ঢাকা: বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা করতে কমিটি গঠন করেছে সরকার। অতিরিক্ত সচিবকে (মাদ্রাসা) প্রধান করে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়।

রোববার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদ্রাসা), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি)। কমিটির সদস্য সচিব করা হয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিবকে (মাদ্রাসা)। প্রয়োজনে এই কমিটি সদস্য বাড়াতে পারবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মো. আবদুল খালেক স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নীতিমালা চূড়ান্ত করতে হবে। সম্প্রতি সংশোধিত ২০০৬ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ন বিধিমালার আলোকে শিক্ষক নিয়োগ পদ্ধতি এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া এমপিও নির্দেশিকায় ২০১৫ সালের ঘোষিত জাতীয় বেতন স্কেল অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে ওই আদেশে।

১০ ডিসেম্বর  ২০১৭,রবিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সব ধর্ম, ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।