বাবা হচ্ছেন মুশফিক

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:    সন্তানের বাবা হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোলজুড়ে আসছে তাদের অনাগত সন্তান। বর্তমানে মেডিক্যাল চেক আপ করাতে এই দম্পতি থাইল্যান্ডে অবস্থান করছেন।

চলমান বিপিএল এবং তার আগে দক্ষিণ আফ্রিকা সফরে টানা ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন মুশফিক। গতকাল (রোববার) হারিয়েছেন টাইগারদের টেস্ট দলের নেতৃত্বও। আর এই বিচ্ছেদের মধ্যেই আনন্দের সুর নিয়ে এল এই সুখবর।

২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এর প্রায় এক বছর পর ২০১৪ সালের ২৫শে সেপ্টেম্বর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গায়ে হলুদ অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর ও বিবাহোত্তর সংবর্ধনা হয় ২৭ সেপ্টেম্বর। জান্নাতুল কিফায়াত মন্ডি ব্যবসায় প্রশাসনে অনার্স সম্পন্ন করেছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে।

১১ ডিসেম্বর ২০১৭,সোমবার:ক্রাইমর্বাতাডটকম/jagonews24/আসাবি

Check Also

ঢাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নদীসহ ৪ জন কারাগারে

নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।