সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী নিহত

ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকবর আলী গাজী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী গাজী কালিগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সামাতুল্লাহ গাজীর ছেলে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানান, আকবর আলী গাজী সকালে বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়ে উজিরপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেঁতুলিয়া বাজারে পৌঁছালে কালিগঞ্জ থেকে আশাশুনিগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার সময় রাজাপুর থেকে জনতা ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

১৬ ডসিম্বের২০১৭,শনিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসবে সাম্যের সুর

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবিতা পরিষদ, সাতক্ষীরার আয়োজনে ২০ ডিসেম্বর সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।